FreeRapid Downloader এর মাধ্যমে Rapidshare, MegaUpload,এবং আরও আনান্য আপলোডার সাইট থেকে ব্যাচ ফাইল ডাউনলোড করা।

1Rapidshare,Megaupload এবং আরও বেশ কিছু আপলোডার সাইট থেকে ফ্রী ইউস্যার হিসাবে মাল্টিপ্লাই ফাইল ডাউন লোড করা যায় না। ফ্রী ইউস্যার হিসাবে এখানে একটি একটি করে ডাউনলোড  লিঙ্ক ব্রাউজারে দিতে হয়।পরে Free User এ ক্লিক করে 90 বা 45 সেকেন্ড ওয়েট করতে হয় এর পরে Regular বা Premium ট্যাবে ক্লিক করতে হয়।এত বড় প্রসেস এর জন্য ফাইল ডাউনলোড করতে বিরক্ত লাগে।আবার যদি একটি মুভি লিঙ্ক 7 – 8 টি ফাইল হিসাবে আপলোড থাকে তবে একটির পর একটি ফাইল ডাউনলোড করার জন্য কম্পিউটারের সামনে ওয়েট করতে হয়।আমার আগের একটি পোস্টে RapidShare Download Accelerator এর ব্যাপারে লিখেছিলাম যার মাধ্যমে Rapidshare এ 7 – 8 টি ফাইলকে ব্যাচ হিসাবে ডাউনলোড করা যায়।এই এপ্লিকেশনটি ভাল হলেও এর মাধ্যমে শুধুমাত্র Rapidshare এর ফাইলগুলিকেই ডাউনলোড করা যায়।আমি একটি এপ্লিকেশন ফাইন্ড করছিলাম যার মাধ্যমে Rapidshare, Megaupload ছাড়াও অনান্য আপলোডার সাইট থেকে ব্যাচ হিসাবে ফাইলগুলিকে ডাউনলোড করা যায়।FreeRapid Downloader একটি ওপেন সোর্স  এপ্লিকেশনটির মাধ্যমে Rapidshare, MegaUpload, MediaFire, DepositFiles, Easy-share ছাড়াও আরও অনেক সাইট থেকে ব্যাচ হিসাবে ফাইল ডাউনলোড করা যায়।এর মধ্যে বেশ কিছু এডভান্স ফীচারও ইনক্লুডিং আছে।ফাইল ডাউনলোডের পরে অটমেটিক শার্টডাউন,প্রমিয়াম ইউস্যারদের জন্য রিস্যুম ক্যাপাবিলিটি,অটমেটিক কপি ২ ক্লিপ-বোর্ড,error,complete এসবের জন্য আলাগ আলাগ সাউন্ড প্লে ইত্যাদি।

2

ট্রাই FreeRapid Downloader

আমার পোস্টগূলি যদি ভাল লেগে থাকে তবে একটি কমেন্ট করতে ভূলবেন না এর জন্য মাত্র ২মিনিট লাগবে।

One Response to “FreeRapid Downloader এর মাধ্যমে Rapidshare, MegaUpload,এবং আরও আনান্য আপলোডার সাইট থেকে ব্যাচ ফাইল ডাউনলোড করা।”

  1. jebanje Says:

    Yes, a i agree.I think I know somewhere like for example, will find it and set


jebanje এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল