নোটপ্যাডকে কীভাবে রেগুলার ডাইরি হিসাবে ব্যবহার করা যায়?

আপনি জানেন কি নোটপ্যাডকে রেগুলার ডাইরি হিসাবে ব্যবহার করা যেতে পারে।আমরা তাড়াতাড়ি কিছু লেখার সময় নোটপ্যাডটি কেই সবচেয়ে আগে বেছে নিই।কিন্তু একাধিক নোটপ্যাড ব্যবহার করার ফলে কোনটাতে কি রেখেছি মনে থাকে না। যদি একটি নোটপ্যাড ব্যবহার করে সবকিছু বজায় করা যায় তবে এই সমস্যাটির অনেকটা সমাধান হতে পারে। এটি করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন…

সবচেয়ে আগে একটি নোটপ্যাড নিন

Start>All Progams>Note Pad

এবার নোটপ্যাডটিতে লিখুন .LOG এবার এন্টার মারুন এবং নোটপ্যাডটি সেভ করুন।এর পর যখনই এটি ওপেন করবেন প্রতিবার ক্যারেন্ট সময় এবং তারিখ দেখাবে।

1

আমার পোস্টগুলি যদি আপনার ভাল লেগে থাকে তবে একটি কমেন্টস করতে ভুলবেন না এর জন্য মাত্র ২মিনিট লাগবে।

7 Responses to “নোটপ্যাডকে কীভাবে রেগুলার ডাইরি হিসাবে ব্যবহার করা যায়?”

  1. MD. Fahim Murshed Says:

    খুব সুন্দর একটি পোষ্ট উপহার দিলেন। এটা আমার মতো স্কুলের শিক্ষার্থীদের ভালো কাজে আসবে। আপনাকে অনেক অনেক অনেক……….. ধন্যবাদ।

  2. রাজু Says:

    কাজে লাগবে । এরকম আর কোন কমান্ড আছে কি?


Nader এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল