কমপ্লিট WordPress ব্লগকে কনভার্ট করে Blogger এ ব্লগিং করা

1.jpgসমস্ত WordPress ব্লাগারদের WordPress এর স্লো-ব্লগিং এর ব্যাপারে আইডীয়া থাকবে।ইমেজ আপলোড,নতূন পোস্ট পাবলীশ করা বা পোস্ট আপডেট করা এই সকল ব্যাপারে WordPress এর থেকে Blogger ফাস্ট এ বিষয়ে সন্দেহ নেই।আমি নিজেও WordPress এর এই স্লো ব্লগিং এর জন্য প্যারেশ্যান। অনেকদিন থেকেই ভাবছি WordPress ছেড়ে Blogger এ চলে যাব কিন্তু সমস্যা হল সমস্ত পোস্টকে একটি একটি করে ব্লগারে পোস্ট করা সম্ভব না।wordpress2blogger একটি অনলাইন ফ্রী এবং ইসি প্রস্যেস যার মাধ্যমে ইসিলী কমপ্লিট WordPress ব্লগকে Blogger এ কনভার্ট করে পোস্ট করা যাবে।

এর মাধ্যমে সমস্ত পোস্ট,পেজ এবং কমেন্টস সহ কমপ্লিট ব্লগকে Blogger এ কনভার্ট করা যাবে এর জন্য প্রথমে  WordPress একাউন্টে লগিং করে Tools আইকন থেকে এক্সপোর্ট ট্যাবে ক্লিক করতে হবে পরের স্ক্রীন থেকে XML ফাইলটি ডাউনলোড করে সেভ করতে হবে।


এখন wordpress2blogger এখানে ভিসিট করে wordpress থেকে ডাউনলোড করা XML ফাইলটি ব্রাউস করে Convert ট্যাবে ক্লিক করতে হবে।


XML ফাইলটি আপলোড এবং কনভার্ট হবার পরে একটি blogger-export.xml নামের ফাইল পাওয়া যাবে এটিকে সেভ করতে হবে।নেক্সট Blogger ব্লগে লগিং করে Creat a blog থেকে একটি নিউ ব্লগ করতে হবে।
ব্লগ মেড হলে Setting ট্যাবে ক্লিক করে Import blog ট্যাবে ক্লিক করতে হবে,এখানে Brows ট্যাবে ক্লিক করে wordpress থেকে কনভার্ট করা blogger-export.xml ফাইলটি সেলেক্ট করে Import blog ট্যাবে ক্লিক করতে হবে।এভ্রিথিং ওকে থাকলে ইম্পোর্টিং এর লাইভ প্রিভিউ দেখা যাবে নিচের ছবির মত।


এটি কম্পলিট হবার পরে কমপ্লিট wordpress ব্লগটি Blogger এ পাওয়া যাবে।


Note : – এই হোস্টটেড এপ্লিকেশনটি 1mb এর নিচের ফাইলকেই ডাউনলোড করতে এলাও করে।


আমার পোস্টগূলি যদি ভাল লেগে থাকে তবে একটি কমেন্ট করতে ভূলবেন না এর জন্য মাত্র ২মিনিট লাগবে।Give ur Comment

6 Responses to “কমপ্লিট WordPress ব্লগকে কনভার্ট করে Blogger এ ব্লগিং করা”

  1. akashlina Says:

    দরকারী পোস্ট।

    ভাল আছেন তো ভাইয়া?

    • Amit Says:

      ভালো আছি কিন্তু আপনার উপরে একটু গুস্যা আছি
      আপনার ব্লগে একটি কমেন্ট করেছিলাম,কমেন্টটির লাস্ট সেনটেন্সটি ইরেস কেন করেছেন বুঝতে পারছি না।
      বললাম বলে আপনি আবার রাগ করবেন না,মস্তী করছি।ভিসিট করার জন্য thanks.

  2. mobileclinic Says:

    দারুণ পোষ্ট, আর blogger এ তো Google adsensen বসানো যাবে। অনেক ধন্যবাদ……

  3. শিবলী Says:

    ধন্যবাদ
    দারুন ভাই আমি এখনি ট্রাই করেছি কাজ শেষ হলে আপনাকে আবার ধন্য বাদ দেব।

  4. হিমেল Says:

    ব্লগারে আগে ব্লগিং করতে ভাল লাগতো। তবে এখন মনে হয় WordPress এই ভাল।
    আর যদি কেউ নিজস্ব ডোমেইনে ব্লগিং করে তবে আমার মনে হয় WordPress এই সেরা।

    আপনার পোষ্টটি থেকে জানতে পারলাম কিভাবে WordPress ব্লগকে কনভার্ট করে Blogger এ ব্লগিং করা যায়।
    ধন্যবাদ সুন্দর এই পোষ্টের জন্য ।


এখানে আপনার মন্তব্য রেখে যান