Fences দিয়ে ডেস্কটপের শর্টকাটগূলীকে গ্রুপ হিসাবে ডিসপ্লে করা

প্রায় দেড় মাস পরে আমার ফাস্ট পোস্ট লিখছি,মাঝখানে আমার নিউ ব্লগ My Btrick কমপ্লিট হবার ম্যাটারে একটি পোস্ট লিখেছিলাম।আসলে My Btrick ব্লগটির কাজে একটু ব্যিসি ছিলাম,এখন ব্লগটির কাজ মোটামূটি কমপ্লিট করেছি।সমস্ত ব্লগার ফ্রেন্ড আমার নিউ ব্লগ My Btrick ভিসিট করতে পারেন এখান থেকে।

 

image ব্যাক করার পর ফাস্ট পোস্টটি লিখছি ডেস্কটপের ম্যাটারে।পিসিতে একসঙ্গে অনেক এপ্লিকেশন ইনস্টল থাকলে সেগুলিকে আমরা কুইক এক্সেস করার জন্য ডেস্কটপে প্রত্যেক এপ্লিকেশনের একটি শর্টকাট রাখি।অনেক এপ্লিকেশন একসঙ্গে ডেস্কটপে থাকলে এটিকে দেখতে একটু আগলী লাগে।ডেস্কটপকে ক্লিন রাখতে আমার আগের একটি পোস্টে পোর্টবেল এপ্লিকেশন P-Start এর কথা লিখেছিলাম।এবার আর একটি কুল এপ্লিকেশন Fences কে পেলাম।Fences এর মাধ্যমে ডেস্কটপের সমস্ত এপ্লিকেশনের শর্টকাটগূলিকে গ্রপ হিসাবে আরগ্যানাইস করে রাখা যাবে।একটি এক্সস্যাম্প্যেল হিসাবে নিচের স্ক্রিনশর্টটি দেখা যাবে।এখানে আমি আমার ইউস করা ব্রাউজারের জন্য একটি গ্রুপ,ফোল্ডারের জন্য একটি গ্রুপ, ইনস্টল করা এপ্লিকেশনের জন্য একটি গ্রুপ এবং আদ্যার ইউসের জন্য সিমিলারিটি হিসাবে এগুলিকে গ্রুপ করে করে রেখেছি।

clip_image002[6]

এপ্লিকেশনটি ইনস্টলেশনের পরে রান করলে মোস্ট ইউসের জন্য সেট থাকা গ্রুপগুলিকে ডীফল্ট হিসাবে পাওয়া যাবে,এটি না চাইলে ওন ইউসের অপশন স্যেলেক্ট করতে হবে।ডেস্কটপে গ্রুপ বক্স দেখালে এখানে সিমিলারিটি হিসাবে এপ্লিকেশন বা ফোল্ডারগুলিকে ড্রাগ এন্ড ড্রপ করে ইনসার্ট করা যাবে।ট্রান্সপ্যারেন্সী ক্যালার এফেক্ট এবং আদ্যার অপশনগুলি মেনটেন্ট করার জন্য এপ্লিকেশনটির Customize ট্যাবে ক্লিক করতে হবে।

ট্রাই Fences

Wave

এখানে আপনার মন্তব্য রেখে যান